ঢাকা, ১০ নভেম্বর ২০২৫ — আওয়ামী লীগের প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটি ভিডিও বার্তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ‘সম্পূর্ণভাবে অবৈধ’ ঘোষণা করে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন।
গত দেড় বছরে এই সরকার অর্থনীতি ধ্বংস করেছে, আইন-শৃঙ্খলা ভেঙে ফেলেছে, জঙ্গিদের মুক্তি দিয়েছে এবং স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
ভিডিওতে জয় বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি ধ্বংস করা হয়েছে এবং এখন জামাত-রাজাকার গোষ্ঠীকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়ার চেষ্টা হচ্ছে।
আগামী ১৩ নভেম্বর ঢাকা অবরোধ সফল করতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান জয়। তিনি বলেন, কেউ কাজে যাবেন না, ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে যাবেন না, দোকানপাট-গণপরিবহন বন্ধ রাখতে হবে। “যদি ঘরে থাকেন, এরা আপনাদের কিছু করতে পারবে না,” যোগ করেন তিনি।
আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে জয় বলেন, এই সরকার অবৈধ এবং পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করা হয়েছে, কিন্তু বিচার হয়নি। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন না করার অনুরোধ করেন এবং আশ্বাস দেন,
“এই সরকার আর বেশিদিন টিকবে না।” শেষে তিনি বলেন, “দেশটাকে বাঁচাতে এক হতে হবে। একাত্তরের মতো এই আন্দোলনেও আমরা জিতব। জয় বাংলা!”
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ সমর্থকরা এটিকে জনজাগরণের ডাক বলে স্বাগত জানালেও অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থকরা এটিকে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র বলে সমালোচনা করছেন। ঢাকা মহানগর পুলিশ ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।
