হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় লিটন দাসের দল। তৃতীয় শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় আয়ারল্যান্ড।
এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। অধিনায়ক স্টার্লিং করেন ২৭ বলে ৩৮ রান। এছাড়া জর্জ ডকরেল করেন ২৩ বলে ১৯ রান। বাংলাদেশ পক্ষে রিশাদ হোসেন ও মোস্তাফিজ রহমান নেন ৩টি করে উইকেট।
১১৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন তারা। তবে ১৪ বলে ১৯ রান করে আউট হন সাইফ।
এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাস। ৬ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি। লিটনের বিদায়ের পর ক্রিজে আসা পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ওপেনার তানজিদ তামিম।
আগ্রাসী ব্যাটিংয়ে ৩৫ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেন তানজিদ তামিম। তাকে ভালো সঙ্গ দেন পারভেজ ইমন। ৩৮ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার।
তানজিদ তামিম ৩৬ বলে ৫৫ ও পারভেজ ইমন ২৬ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের পক্ষে ইয়োং ও হ্যারি টেক্টর নেন ১টি করে উইকেট।
