সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শিশির মনিরের বাবা কুখ্যাত রাজাকার ছিলেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের সংগঠক এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী।
সোমবার বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও মুক্তিযুদ্ধের সংগঠক শহিদ চৌধুরীর ছেলে পাভেল চৌধুরীর বাসায় গিয়ে তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।
নাছির উদ্দিন চৌধুরী শিশির মনিরকে উদ্দেশ্যে করে৷ বলেন, সে কী করবে। সে একটা কুখ্যাত রাজাকারের ছেলে। পাভেলকেই আগামীতে এসব অপশক্তিকে জাতীয়তাবাদী শক্তি নিয়ে মোকাবেলা করতে হবে। এই আসনে আগামীতে নেতৃত্ব দিবে পাভেল।
নাছির উদ্দিন চৌধুরী বলেন, শিশির মনিরের বাবা, চাচা, ভাই-আত্মীয় স্বজন সবাই ভয়ঙ্কর রাজাকার ছিল। একাত্তরে দিরাই শাল্লায় খুন, লুটপাট, অগ্নিসংযোগ, নারী ধর্ষণসহ গণহত্যায় জড়িত তার পরিবার। এই দেশদ্রোহী ও স্বাধীনতাবিরোধী পরিবারের এই ব্যক্তিকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
এসময় বিএনপি, ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা রাজাকার বিরোধী স্লোগান দেন।
