ভারতের বিলিয়নিয়ারদের তালিকায় গৌতম আদানি এবং মুকেশ আম্বানির সঙ্গে জায়গা করে নিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রকাশিত হয়েছে হুরুন ইন্ডিয়া ধনী তালিকা ২০২৪। সেখানে শাহরুখ ছাড়াও রয়েছেন বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটি।
গত বছরের তুলনায় চলতি বছর বেড়েছে হাজার কোটি রুপি বেশি সম্পত্তির অধিকারী ভারতীয়দের তালিকা। ২২০ জন বেড়ে সংখ্যাটি বর্তমানে ১ হাজার ৫৩৯ জনে দাঁড়িয়েছে।
এদিকে প্রকাশিত তালিকায় দাবি করা হয়েছে, বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তি শাহরুখ খান। বলিউড বাদশাহ মোট ৭ হাজার ৩০০ কোটি রুপির সম্পত্তির অধিকারী! যা ভারতের বিনোদন ব্যক্তিত্বদের মধ্যে সর্বোচ্চ।
ডলারের হিসাবে শাহরুখ প্রায় ৯০০ মিলিয়ন ডলারের মালিক, যা টম ক্রুজ, উইল স্মিথ, জনি ডেপ এবং ডোয়াইন জনসনের মতো হলিউড তারকাদের চেয়ে বেশি।
ভারতীয় বিনোদন শিল্পীদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন শাহরুখের ব্যবসায়িক অংশীদার জুহি চাওলা। শাহরুখের পাশাপাশি কেকেআরের যৌথ কর্ণধার জুহি ও তার স্বামী জয় মেহতা। এই দম্পতির সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি রুপি। তৃতীয় স্থানে রয়েছেন হৃতিক রোশন (২ হাজার কোটি)। এরপর যথাক্রমে অমিতাভ বচ্চন ও পরিবার (১ হাজার ৬০০ কোটি) এবং করণ জোহর (১ হাজার ৪০০ কোটি)।