ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে- ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ১৮০ টি’র বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে।
কয়েকদিনের হুমকি, পাল্টা হুমকির পর এই নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। বিভিন্ন শক্তি মাত্রার প্রায় ১৮১টি শক্তিশালী মিসাইল তেল আবিবকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৮০ শতাংশ মিসাইল সফল আঘাত হেনেছে বলে দাবি করেছে আইআরজিসি । ইতিমধ্যে বেশ কিছু মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানার খবর ও ভিডিও প্রকাশিত হয়েছে বিশ্ব গণমাধ্যমে।
মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানার খবর দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি স্বীকার করলেও আক্রান্ত স্থানের ব্যাপারে তিনি মুখ খুলেননি। ধারণা করা হচ্ছে,ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ছিল ইরানের ছোড়া মিসাইলের লক্ষ্যবস্তু।
এর আগে ইরানের মিসাইল হামলা শুরুর পর ইসরায়েল জুড়ে সাইরেন বাজতে থাকে এবং দেশটির নাগরিকেরা বোমা প্রতিরোধী আশ্রয় কেন্দ্রের সন্ধানে ছুটত থাকেন। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দেশটির টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, “ইরান ‘মারাত্মক আঘাত’ হেনেছে। আমরা এ বিষয়ে দেশকে সর্বদা প্রস্তুত রাখব। অবশ্যই ইরানকে এর ফল ভোগ করতে হবে।”
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, কোনো ধরনের পাল্টা হামলা বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা হলে তেহরান তার কড়া জবাব দিতে প্রস্তুত রয়েছে।