সিলেট প্রতিনিধি
সিলেট, ১৫ জানুযারি। বিষ্ফারক মামলায় আবুল কালাম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে সম্প্রতি গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারের পর সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর কোতোয়ালী মডেল থানার ৩৭নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায়।
গ্রেপ্তারকৃত আবুল কালাম বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলার দৌলতপুর ইউনিয়নের মীরের গাঁও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
আন্দোলনে অংশ নেওয়া সিলেট নগরীর লামাপাড়ার মঈনুদ্দিনের ছেলে রাশেদুজ্জামান ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৯৯জনকে আসামি করে মামলা দায়ের করে। গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া রাশেদুজ্জামান রাসেল। ওই মমালায় ৯৮নং আসামি আবুল কালামকে ১৩ জানুয়ারি সোমবার দুপুরে গ্রেপ্তারের পর বিকেলে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেন র্যাব-৯ এর সদস্যরা। এরপর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে সত্যতা জানিয়েছেন সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক।