প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার দায়িত্ব নেওয়ার পর প্রথম মার্কিন এলএনজি সরবরাহ চুক্তির নাম দিয়ে একটি খবর ইন্টারনেটে ঘুরাঘুরি করছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক ‘আর্জেন্ট এলএনজি’র সাথে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) স্বাক্ষর করেছে সেই সেই চুক্তি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন এটা ‘ঐতিহাসিক চুক্তি’। ভালো পিআর করা হয়েছে এই চুক্তি নিয়ে। চুক্তিটি নিয়ে বাংলাদেশী মিডিয়াও খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে।
প্রথমে বুঝতে পারিনি এলএনজি আমদানির চুক্তি সই করার জন্য বিডা কেন? বিডা তো করবে বিনিয়োগ চুক্তি!
যাহোক, নতুন বাংলাদেশে নতুন অনেক কিছু হতেই পারে। এসব ভেবে একটু উৎসাহী হয়ে এই কোম্পানি সম্পর্কে অনুসন্ধান করতে গেলাম।
গেলাম যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা সরকারের স্টেট ডিপার্টমেন্টের সাইটে, যেখানে কোম্পানিগুলোর ফাইলিং রিপোর্ট দেখা যায়। নিচে লিংক:
যেকোনো প্রতিষ্ঠান সম্পর্কে প্রাথমিক অনুসন্ধানের জন্য এটা একটা সহজ উপায় বলতে পারেন। সেখানে গিয়ে “Search by Entity Name” সিলেক্ট করে ARGENT LNG’র নাম লেখার পরে ভিরমি খেলাম।
ARGENT LNG LLC কোম্পানিটি রেজিস্ট্রেশন হয়েছে 8/11/2023 সালে যার চার্টার নম্বর 45546649K। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কোম্পানিটির “Annual Report Status” এ দেখাচ্ছে “Not In Good Standing for failure to file Annual Report”। আপনি চাইলে দেয়া লিংক এ সার্চ করে দেখতে পারেন।
তার মানে এই কোম্পানিটির জন্ম মাত্র ১ বছর আগে। তারচেয়ে বড় কথা কোম্পানিটি ইতোমধ্যে ট্যাক্স ফাইলিং না করার কারণে একরকম তামাদি পর্যায়ে রয়েছে।
এখন বোঝেন! এই তামাদি একটা কোম্পানি বাংলাদেশে বছরে ৫ মিলিয়ন মেট্রিক টন এলএনজি বিক্রি করবে!
আপনারা একবার ভেবে দেখেন, এরা কি লেভেলের ফ্রড!
প্রথমত “Non-Binding Agreement” শব্দটি দিয়ে অল্প শিক্ষিত বাঙালিকে হাইকোর্ট দেখাল। বাস্তবতা হচ্ছে নন-বাইন্ডিং এগ্রিমেন্ট মানে আসলে MOU। কিন্তু MOU শব্দটা যেহেতু পরিচিত, লোকেও এর বাস্তবতা কম-বেশি জানে, তাই অন্য একটা গালভরা নাম দিল। আর সেই চুক্তি করলো এমন এক প্রতিষ্ঠানের সাথে যেটার সাথে আমেরিকার সরকারের কোন সম্পর্ক নেই। আবার কোম্পানিটিও একটি তামাদি কোম্পানি। চুক্তি হল পেট্রোবাংলা বা জ্বালানি বিভাগের বদলে সম্পূর্ণ সম্পর্কহীন এবং অপ্রাসঙ্গিক একটি সরকারী প্রতিষ্ঠানের সাথে। কিন্তু পিআর ক্যাম্পেইন করলো ১০০ তে ১০০। মিডিয়াতে বলা হল ঐতিহাসিক চুক্তি। সবাই যেন আনন্দে লাউঘণ্ট।
আমরা “গ্রাম্য টাউর্ট” শব্দটা গালি হিসেবে বলি। কিন্তু এই টাইপ কাজকে সেই “গ্রাম্য টাউটারির” আন্তর্জাতিক ভার্সন ছাড়া আর কি বলবেন? সূত্র: (A Team) নামক একটি গ্রুপের পোস্ট থেকে।