অমর একুশে বইমেলা উদ্বোধন হয়েছে শনিবার বিকাল ৪টায় বাংলা একাডেমিতে। মেলা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। উদ্বোধনের পর বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। এসময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।
এবার বাংলা একাডেমি চত্বরে ৯৯টি স্টল এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি স্টল বরাদ্দ করা হয়েছে। এছাড়া, ৩৭টি প্যাভিলিয়ন রয়েছে, যার মধ্যে বাংলা একাডেমিতে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৩৬টি।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। তবে, সরকারি ছুটির দিনে চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবারের মেলায় ৮ ও ১৫ ফেব্রুয়ারি ছাড়া শিশুদের জন্য প্রতি শুক্রবার ও শনিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত বিশেষ আয়োজন থাকবে।