Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    অংশগ্রহণমূলক নির্বাচনই স্থিতিশীলতার পথ: সজীব ওয়াজেদ জয়

    October 24, 2025

    সাহিত্যের ধারাকে উল্টো দিকে নিয়ে যেতে চেষ্টা চলছে

    October 24, 2025

    আওয়ামী লিগকে বাদ দিয়ে ভোট হবে ভাঁওতাবাজি, ইউনুসকে হুঁশিয়ারি হাসিনা পুত্রের

    October 24, 2025
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে ফিরলেন নথিপত্রহীন ভারতীয় অভিবাসীরা
    International

    যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে ফিরলেন নথিপত্রহীন ভারতীয় অভিবাসীরা

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 5, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নথিপত্রহীন ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন সামরিক বিমান আজ বুধবার দুপুরে পাঞ্জাবের অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নথিপত্রহীন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণার পর সে দেশে বসবাসকারী নথিপত্রহীন ভারতীয়দের এটাই প্রথম প্রত্যাবর্তন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ১ হাজার ১০০ নথিপত্রহীন ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

    গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বিমানটি রওনা দিয়েছিল। বুধবার বেলা ২টায় সি-১৭ সামরিক বিমান অমৃতসরে অবতরণ করে। অমৃতসর বিমানবন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পাঞ্জাব পুলিশকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল। ফলে বিমানবন্দরে পুলিশি নিরাপত্তা ছিল যথেষ্ট। যাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। তাঁদের প্রত্যেককে নিজ নিজ রাজ্যে যাওয়ার ব্যবস্থাও রাজ্য প্রশাসনের পক্ষে করা হয়।

    কতজন অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র এই বিমানে ফেরত পাঠায়, তা নিয়ে অবশ্য বিভিন্ন গণমাধ্যম ভিন্ন তথ্য রয়েছে। পাঞ্জাবের সংবাদপত্র দ্য ট্রিবিউন ও এনডিটিভি সংখ্যাটি ২০৫ জানালেও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন হিসেবে এই সংখ্যা ১১৬। গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিবাসীদের মধ্যে আছেন ৭৯ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ২৫ জন নারী এবং ১২ জন কিশোর–কিশোরী। তাঁরা ছাড়া ওই সামরিক বিমানে ছিলেন ১১ জন বিমানকর্মী ও ৪৫ জন মার্কিন কর্তা। বিমানবন্দরে দিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক কর্মীও উপস্থিত ছিলেন।

    ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানায়, অবৈধ অভিবাসীদের মধ্যে গুজরাটের বাসিন্দার সংখ্যা ৩৩, পাঞ্জাবের ৩০। বাকিরা হরিয়ানা, চণ্ডীগড়, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের বাসিন্দা। ঠিক কতজন ফেরত এলেন, সে বিষয়ে বিকেল পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি।

    পাঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব গণমাধ্যমকে বলেছেন, মুখ্যমন্ত্রী বলবন্ত সিং মানের নির্দেশে বিমানবন্দরে ফেরত আসা ভারতীয়দের সব রকমের সাহায্যের ব্যবস্থা করা হয়। ফেরত আসা ব্যক্তিদের কারও বিরুদ্ধে অপরাধের কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য পুলিশ যোগাযোগ রাখছে।

    এক সরকারি সূত্রের বয়ান অনুযায়ী, এই অবৈধ অভিবাসীদের অধিকাংশ ধরা পড়েছিলেন মেক্সিকো সীমান্তে। তাঁরা বৈধভাবে ভারত ছাড়লেও অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তাই তাঁদের এ দেশে গ্রেপ্তারের আশঙ্কা নেই।

    অবৈধ অভিবাসীদের ফেরত নেওয়ার ব্যাপারে ভারত কখনো আপত্তির কথা জানায়নি। যুক্তরাষ্ট্রে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বরং স্পষ্টভাবে বলেছিলেন, নীতিগতভাবে ভারত অবৈধ অভিবাসনের বিরুদ্ধে। কারণ, তাঁদের জন্য বৈধ অভিবাসীদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। যাঁদের অবৈধ ঘোষণা করা হয়েছে, তাঁদের সবকিছু খতিয়ে দেখে ফেরত নিতে অসুবিধা নেই।

    সামরিক বাহিনীর পরিবহন বিমানে কীভাবে ভারতীয়দের নিয়ে আসা হয়েছে, সে বিষয়ে অবশ্য কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে কোনো কোনো ছবিতে দেখা যাচ্ছে, যাত্রীদের হাতকড়া, কারও কারও পায়ে বেড়ি পরিয়ে বিমানে তোলা হয়েছে। ভারতীয়দেরও ওইভাবে আনা হয় বলে কোনো কোনো মহলের অভিযোগ।

    ওই প্রচারকে কংগ্রেস অসম্মানজনক বলে মনে করে। দলের মুখপাত্র পবন খেরা আজ বুধবার সংবাদ সম্মেলনে এই বিষয়ের উল্লেখ করে বলেন, ‘ছবিগুলো সত্যি হলে তা অসম্মানজনক। ভারতীয় হিসেবে তা আমাকে দুঃখ দিয়েছে।’

    এই প্রসঙ্গে পবন খেরা পুরোনো এক ঘটনার উল্লেখ করেন। ২০১৩ সালে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে যুক্তরাষ্ট্রে হাতকড়া পরানো হয়েছিল। শরীর তল্লাশি করা হয়েছিল। ভারতের তৎকালীন পররাষ্ট্রসচিব সুজাতা সিং কূটনীতিকের ওই হেনস্তার তীব্র নিন্দা করেছিলেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন। ইউপিএ সরকারও প্রতিবাদে সরব হয়েছিল।

    পবন খেরা বলেন, সে সময় মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধিদল ভারত সফর করছিল। মীরা কুমার, সুশীল কুমার সিন্ডে, রাহুল গান্ধী প্রতিবাদে তাঁদের সঙ্গে দেখা করেননি। প্রধানমন্ত্রী মনমোহন সিং হাতকড়া লাগানোর ঘটনাকে ‘নিন্দনীয়’ বলেছিলেন। মার্কিন দূতাবাসের জন্য দেওয়া বেশ কিছু সুবিধা ভারত তখন প্রত্যাহার করে নিয়েছিল। ভারত সরকারের প্রতিবাদের মুখে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছিলেন।

    কংগ্রেস নেতা ও সংসদ শশী থারুর এই প্রসঙ্গে ‘এক্স’ বার্তায় বলেন, এই হইচইয়ের মধ্যে অনেক তথ্য চাপা পড়ে যাচ্ছে। যেমন অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা এই প্রথম নয়। বাইডেন প্রশাসনও গত বছর ১ হাজার ১০০ জনকে ফেরত পাঠিয়েছে।

    শশী ওই বার্তায় বলেছেন, ২০২২ সালের হিসেবে যুক্তরাষ্ট্রে নথিবিহীন ভারতীয় অভিবাসীর মোট সংখ্যা ৭ লাখ ২৫ হাজার। মেক্সিকো ও এল সালভাদরের পরই ভারতের স্থান। ২০২০ সাল থেকে ১ লাখ ৭০ হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্তরক্ষী কর্মকর্তারা আটক করেছে, যাঁরা কানাডা ও মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে সে দেশে প্রবেশ করতে চাইছিলেন। এঁরা সবাই ফেরত পাঠানোর তালিকায় রয়েছেন।

    অমৃতসরে আজ অবৈধ অভিবাসীদের প্রত্যর্পণ নিয়ে ভারত সরকার এখনো নীরব। ট্রাম্পের আমলে এই প্রত্যর্পণ সেই সময় ঘটানো হলো, যখন আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article৪৩টি মন্ত্রণালয়কে ২৫টিতে কমিয়ে আনার সুপারিশ
    Next Article তামাক ব্যবহারের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়
    JoyBangla Editor

    Related Posts

    শেষ হলো চীনা কমিউনিস্ট পার্টির মহাসম্মেলন, ইশতেহারে তিন বিষয়ে জোর

    October 24, 2025

    ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া গয়নার মূল্য ১০২ মিলিয়ন ডলার

    October 22, 2025

    আ.লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ ৬ মানবাধিকার সংস্থার

    October 20, 2025

    জাতিসংঘ মিশন থেকে বিদায়: তিন দশকের অর্জন চৌদ্দ মাসেই ধুলোয়!

    October 20, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    অংশগ্রহণমূলক নির্বাচনই স্থিতিশীলতার পথ: সজীব ওয়াজেদ জয়

    October 24, 2025

    আওয়ামী লিগকে বাদ দিয়ে ভোট হবে ভাঁওতাবাজি, ইউনুসকে হুঁশিয়ারি হাসিনা পুত্রের

    October 24, 2025

    জাকার, যুদ্ধাপরাধী এবং জঙ্গিরা এখন বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে: মোহাম্মদ আলী আরাফাত

    October 23, 2025

    “বাকের ভাই বনাম মন্ত্রী”

    October 22, 2025
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    অংশগ্রহণমূলক নির্বাচনই স্থিতিশীলতার পথ: সজীব ওয়াজেদ জয়

    By JoyBangla EditorOctober 24, 20250

    জননেত্রী শেখ হাসিনার পুত্র ও ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয় বলেছেন, কেবলমাত্র একটি সর্বসমন্বিত…

    সাহিত্যের ধারাকে উল্টো দিকে নিয়ে যেতে চেষ্টা চলছে

    October 24, 2025

    আওয়ামী লিগকে বাদ দিয়ে ভোট হবে ভাঁওতাবাজি, ইউনুসকে হুঁশিয়ারি হাসিনা পুত্রের

    October 24, 2025

    দেশপ্রেমিক সেনা অফিসারদের বিচারের তীব্র প্রতিবাদ শেখ হাসিনার

    October 24, 2025

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    অংশগ্রহণমূলক নির্বাচনই স্থিতিশীলতার পথ: সজীব ওয়াজেদ জয়

    October 24, 2025

    আওয়ামী লিগকে বাদ দিয়ে ভোট হবে ভাঁওতাবাজি, ইউনুসকে হুঁশিয়ারি হাসিনা পুত্রের

    October 24, 2025

    জাকার, যুদ্ধাপরাধী এবং জঙ্গিরা এখন বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে: মোহাম্মদ আলী আরাফাত

    October 23, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.