সন্ত্রসীদের শাস্তির দাবীতে স্মারকলিপি প্রদান
জয় বাংলা প্রতিবেদন
লন্ডন, ৬ ফেব্রুযারি: ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর ‘বঙ্গবন্ধু জাদুঘর’ গুড়িয়ে দেয়া, অগ্নিসংযোগ ও জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামীলীগসহ প্রবাসীরা ।এতে উপস্থিত হয়েছেন কয়েক শত প্রবাসী।
সমাবেশ শেষে হাইকমিশনের উর্ধতন কর্মকর্তার নিকট প্রতিবাদ স্মারকলিপি হস্তান্তর করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, যুবনেতা মুহম্মদ জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

৬ ফেব্রুয়ারি বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঙালির স্বাধীকার থেকে স্বাধীনতা, সকল সংগ্রামের সূতিকাগার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ব্যক্তি ও রাজনৈতিক জীবনের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি। এ বাড়ি বর্তমানে ‘বঙ্গবন্ধুজাদুঘর’। এ জাদুঘরটি গুড়িয়ে দেয়া, অগ্নিসংযোগ ও জঙ্গি হামলার প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি যখন শেখ হাসিনা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন এই সময় ‘বঙ্গবন্ধূ জাদুঘর’ একটি মহল ভাঙা শুরু করে। দেশেবিদেশে এ হমালা ও ভাঙচুরের ঘটনা প্রত্যক্ষ করেন লক্ষ লক্ষ মানুষ লাইভ ভিডিওতে। এতে মানুষ ক্ষুদ্ধ হয়ে ওঠে। স্যোসাল মিডিয়ায় প্রতিবাদী স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। কিন্তু জঙ্গীদের সামনে কেউ সক্রিয় হতে পারেনি। বিলাতে এদিন পূর্ব লন্ডনের সিডনি স্ট্রিটে বঙ্গবন্ধুর ভাস্বকর্যের সামনে বিপুল সংখ্যক আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী জড়ো হয়ে তাতক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেন।
এর ধারাবাহিকতায় আজ ৬ ফেব্রুয়ারি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ইউনুসের পদত্যাগ দাবী ও ঘটনায় সংশ্লিষ্টদের শাস্তি দাবী করা হয়।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি মো. হরমুজ আলী, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহেমেদ ও শিল্প বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক,যুবনেতা জামাল আহমেদ খান, যুবনেতা মুহম্মদ জুবায়েরসহ অংগ সংঠন সমূহের কয়েক শ নেতাকর্মী।