শান্তিপুর্ণ হরতাল পালনের মাধ্যমে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অবৈধ অন্তবর্তীকালীন সরকারকে কঠোর বার্তা দেয়ার আহ্বান জানিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।১৭ ফেব্রুয়ারি রাতে দেশের জনগণ ও দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় এই আহ্বান জানান তিনি।
বলপ্রয়োগ না করে জনগণকে সাথে নিয়ে হরতাল পালনে নেতা কর্মীদের প্রতি নির্দেশ দেন শেখ হাসিনা। পরিবহন, রিকশা, সি এন জি শ্রমিকদের সাথে যোগাযোগ স্থাপন করে হরতাল সফল করার নির্দেশনাও দেন আওয়ামী লীগ সভানেত্রী।
অবৈধ সরকার জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এমন দাবী করে বাংলাদেশকে রক্ষা করতে হলে জনতার শক্তির উপর আস্থা রাখার উপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
সবরকমের মামলা এবং পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার সহ সবধরনের নিপীড়নমুলুক ব্যবস্থা বন্ধ করার দাবী জানান আওয়ামী লীগ সভানেত্রী।
পুরো ফেব্রুয়ারী জূড়ে আওয়ামী লীগ এর ঘোষিত রাজনৈতিক কর্মসূচি ১৮ ফেব্রুয়ারী হরতাল পালনের মধ্যে দিয়ে শেষ হয়। এই কর্মসূচীর মধ্যে ছিল দমন পীড়ন এর তথ্য সম্বলিত লিফলেট বিতরন, জনসংযোগ, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল ইত্যাদি। কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে শেষ হচ্ছে কর্মিসূচী। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর “অপারেশন ডেভিল হান্ট” এর নামে সারা দেশ জুড়ে সহস্রাধিক নেতাকর্মিকে অবৈধ ভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবী করেছে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ।বিডিডাইজেস্ট