সারা দেশে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
মঙ্গলবার সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখার আয়োজনে সুধী ও শিক্ষার্থী সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, অত্যন্ত দক্ষ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হলে দেশে এসব অপরাধ ঘটত না। দেশের এই অবস্থায় উনার নিজ থেকে পদত্যাগ করা উচিত। প্রধান উপদেষ্টার উচিত স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেয়া, তিনি বর্তমান সময়ে সৃষ্ট সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির, সাভার উপজেলা নিসচার সভাপতি ইমমাইল হোসেন, ধামরাই উপজেলার সভাপতি এম নাহিদ মিয়াসহ প্রমুখ।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
‘স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ’ পদত্যাগ দাবী ইলিয়াস কাঞ্চনের
Previous Articleযে গ্রামের প্রায় সবাই ইউটিউবার