।। রেজা ঘটক ।।
দুই ইরানি নাগরিক মোহাম্মদ আহমদ (৭৪) ও তার নাতি মো. মেহেদী (১৮) বাংলাদেশে ঘুরতে এসেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় ইরানের দুই নাগরিক ডলার ভাঙিয়ে টাকা নেওয়ার জন্য বাংলাদেশি এক ব্যক্তির সঙ্গে লেনদেন করেন।
কিছু ডলার কম পেয়েছেন এমন দাবি করে বাংলাদেশি ব্যক্তি ইরানের নাগরিকদের বহনকারী গাড়িতে আঘাত করে ক্ষোভ দেখান। আশপাশের লোকজন জড়ো হওয়া শুরু করলে ইরানি নাগরিকেরা ভয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন।
স্থানীয় লোকজন তাদের মারধর করেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ তৈরি করে ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে দু’জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে কী বার্তা গেল? বাংলাদেশ একটি মবের রাষ্ট্র! এখানে বিদেশি পর্যটকদের পর্যন্ত নিরাপত্তা নেই? আর কী কী ঘটনা ঘটলে সরকার বাহাদুরের হুস ফিরবে?
এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর হাতে দমন করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন। মব কালচার মোটেও একটি দেশের পরিচয় হতে পারে না। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো সভ্যতার পর্যায়ে পড়ে না। কোনো সভ্য দেশে মব কালচার নেই!