।। শামীম আজাদ।।
আমরা ছেঁড়া স্যান্ডেলেই এতদূর এসেছি।
ও মেয়ে,
তুমি মোটা কাপড় পরলেই কি আর পাতলা পরলেই কি!
তুমি পান বা বিড়ি পান করলেই বা কি আর না করলেই কি!
তোমার গা ওড়না দিয়ে গুহাবন্দী রাখলেই কি আর না রাখলেই কি!
তুমি হিজাব বা জিলবাব পরলেই বা কি আর না পরলেই বা কি!
তুমি বস্তা বন্দী হলেই বা কি আর না হলেই কি!
তুমি টিপ পরলেই কি আর না পরলেই কি!
ব্লাউজ হাতাওলা বা হাতাছাড়া বা ফুলহাতা
হলেই বা কি!
তোমার আশেপাশের , তোমার জীবনের পরিধিতে পরাজিত পুরুষদের আটকাবে কি করে?
এরা যে কোন অজুহাতে নিজের পরাজিত ঢাকতে তোমার উপর হামলে পরবেই।পারভার্টদের চোখ তোমার দিকে যাবেই যাবে।
তার বাবা মা তার চোখকে শাসন করতে শেখায় নি।
সে প্রতিনিয়ত দেখছে তার বোন ভাবী চাচী নানী মা মেয়ে সকলেরই তুলনামূলক ভাবে উচ্চ অবস্থান ও অর্জন। হায় তার কিছু নেই😢। তার দেহ অন্যের চেয়ে দুর্বল, তার অসুখ, তার অর্জনে কিছুই নেই।
এমনকি তার বন্ধুবান্ধব ও অন্যান্য পুরুষ আত্মীয় তুলনায় সে যথার্থই এক কাপুরুষ।
একটু খোঁজ নিলেই দেখবেন পরাজিত পুরুষ ছাড়া খুব কমই পুরুষ নারীর উপর অত্যাচার করে বা করেছে।
সুতরাং ও মেয়ে, লাগাও ধমাধম
নরাধম বরাবর। মাইরা তবে মর। ব্যাগের ভেতর তার ব্যবস্থা রাখো।