চাই নিরাপদ স্বদেশ: অবশেষে আমিও প্রোফাইল পিকচার বদলে ফেললাম।লিখেছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান। বড় আক্ষেপে তিনি বলেছেন নিম্নের কথাগুলি।

।। মাহবুব জামান ।।
যুদ্ধে হেরে গেল ছোট্ট শিশু আছিয়া।আট বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে,লাইফ সাপোর্টে যুদ্ধ করে বিদায় নিল গতকাল।
চারিদিকে শোক,প্রতিবাদ,বিক্ষোভ।মৌণ মিছিল, মশাল মিছিল,বিক্ষোভ মিছিল,বিচার দাবি।
অন্যদিকে চলছে নৈরাজ্যের মিছিল-চুরি,ডাকাতি, রাহাজানি,হাইজ্যাক,পিটিয়ে হত্যা,ধর্ষণ, বলাৎকার,মব সন্ত্রাস,সেনা ক্যু- কত কিছুই না হচ্ছে। আইন-শৃঙ্খলা বলতে কিছুই নাই।এ যেন এক মবের রাজ্য।
এই অবস্থা থেকে মুক্তি চায় সবাই।চায় নিরাপদ স্বদেশ।
যার যার নিজের অবস্থান থেকে এর প্রতিবাদে,প্রতিকারে,প্রতিরোধে উদ্যোগ নিন।
আসুন, সোচ্চার হই-সক্রিয় হই আমরা সবাই।
আসুন, নিজের প্রোফাইল পিকচারটা বদলে দিয়ে আমরাও জানাই— “চাই নিরাপদ স্বদেশ”