আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ও গবেষক এবং মিডল ইস্ট ফোরাম ইউএসএ এর পরিচালক ক্লিফোর্ড স্মিথ জামায়াত শিবিরকে বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা রক্ষায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।
আলী রিয়াজ ও টবি ক্যাডম্যানসহ বিশ্বজুড়ে জামাতকে কারা সহযোগিতা করে, জামায়াত কেন্দ্রিত কোন কোন সংগঠন সক্রিয় এবং কারা যুদ্ধাপরাধীদের মৃত্যুতে শোক প্রকাশ করে তাদের কয়েকজনের পরিচয় তুলে ধরে জামাতের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির আহবান জানান।
ক্লিফোর্ড, র্যাবের বিরুদ্ধে স্যাংশন ও ভিসা রেস্ট্রিকশনকে ভুল নীতি হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে নিজ দেশের স্বার্থেই শেখ হাসিনাকে সমর্থন করা উচিত বলে মন্তব্য করেন।
তিনি বলেন, জামাতের অংশীদার বিএনপি র্যাব প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের সীমাবদ্ধতা থাকতে পারে, গণতন্ত্র চর্চার প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কিন্তু তাই বলে আওয়ামী লীগের বিকল্প বিএনপি-জামাত নয়।
যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের এ ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। Part 32