মাগুরার শিশুটিসহ সারা দেশে সকল ধর্ষণের ঘটনার বিচার, ‘ব্যর্থ’ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্র নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ‘কাফন মিছিল’ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে তারা।
মিছিলে সংগঠনটির নেতা-কর্মীদের হাতে- ‘সকল প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ প্রশ্নে- রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও উপদেষ্টাদের জনগণের সামনে অবস্থানকে স্পষ্ট করতে হবে’সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে ধর্ষণবিরোধী পদযাত্রার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর ১২ জনের নামে মামলা করেছে পুলিশ। অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া বেআইনি সমাবেশে অংশ হওয়া, দাঙ্গার চেষ্টা, সরকারি কাজে বাধা দান, সরকারি কর্মচারীকে গুরুতর আঘাত প্রয়োগের অপরাধেরও অভিযোগ আনা হয়।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ‘কাফন মিছিল’ বের করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ছবি: আজকের পত্রিকা
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ‘কাফন মিছিল’ বের করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ছবি: আজকের পত্রিকা
তবে বিক্ষোভকারীরা বলছেন, পুলিশই তাদের ওপর হামলা চালিয়েছে। পদযাত্রায় গতিরোধ করে পুলিশ অতর্কিতে লাঠিপেটা শুরু করে।