ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গত বছর ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। এতে অন্তত ১৫০ জন শিক্ষার্থীর নাম উঠে এসেছে যাদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হবে। তবে ধাপে ধাপে হামলায় জড়িত অন্যদেরও শাস্তির আওতায় নিয়ে আসা হবে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা রয়েছে। সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ প্রতিবেদনটি ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সত্যানুসন্ধান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।