প্রধান উপদেষ্টাসহ স্বরাষ্টমন্ত্রীর পদত্যাগ দাবী
লন্ডন, ১৫ মার্চ: লন্ডনে অনুষ্ঠিত হলো ক্রমাগত খুন, ধর্ষণ,হত্যা ও মানবাধিকার লংঘনের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ। উদীচীসহ প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনসমূহের ডাকে ১৫ মার্চ অপরাহ্নে অনুষ্ঠিত এ সমাবেশ ও মানব বন্ধনে উপস্থিত হন বিলাতের প্রতিবাদী সংস্কৃতিকর্মীরা। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের সূচনা হয়।

পূর্ব লন্ডনের আলতাব আলীপার্কে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টাসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী, সরকারের ব্যর্থতার সমালোচনা করে বক্তব্য রাখেন। বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, আবু মুসা হাসান, দেওয়ান গৌস সুলতান, উদীচীর কেন্দ্রীয় সদস্য ডা. রফিকুল হাসান খান জিন্নাহ, আলিমুজ্জামান জামান, কবি মুজিবুল হক মনি, যুক্তরাজ্য উদীচীর সভাপতি নুরুল ইসলাম, সেক্রেটারী সেলিনা শেলী, মানবাধিকার নেতা আবদুল আহাদ চৌধুরী, সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক নিলুফা ইয়াসমীন হাসান, হেলেন ইসলাম, সংস্কৃতিকর্মী নাজনীন সুলতানা শিখা, ড. আনিসুর রহমান আনিস, স্মৃতি আজাদ, লিপি হালদার, সাঈদা চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, আমিনুর ইসলাম খান, মোহাম্মদ আবদুল আজিজ, আবিদ আলী আবিদ, সাবেক স্পীকার আহবাব হোসেন, আজিজুল আম্বিয়া। আরো উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলামসহ শতাধিক সংস্কৃতিকর্মী ও প্রদিবাদী প্রবাসী।
বক্তব্য প্রদান ছাড়াও সমাবেশে প্রতিবাদী ব্যানার, ফেস্টুন বহন করেন উপস্থিত প্রতিবাদীরা। বেশ কয়েকজন শিশুকিশোর প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। সমাবেশ শেষে একটি পথ নাটক মঞ্চস্থ করেন উদীচীর শিল্পীবৃন্দ।