।। জয় বাংলা রির্পোট ।।
লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে ‘বৈ-লিট ফ্যাস্টিভেল’। উদ্যোক্তা সংগঠন বিশ্বিসাহিত্য কেন্দ্র লন্ডন শাখা। অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে বেথনালগ্রীন রোডের বিখ্যাত রিসমিক্স হলে। তারিখ ১৬ মার্চ। শুরু হবে দুপুর ১২টা থেকে,চলবে ৪টা পর্যন্ত। উদ্যোক্তারা জানিয়েছেন বিলাতবাসী লেখক ও কবিরা নিজ নিজ প্রকাশিত বই নিয়ে আসবেন। বিক্রিও করতে সুযোগ পাবেন।জমজমাট আলোচনায় অংশ নেবেন কবি ও লেখকরা। আলোচনায় ও আড্ডায় থাকছেন দুই বাংলার বিখ্যাত কথক ও বিতার্কিক চন্দ্রিল ভট্টাচার্য। এবং আরো থাকবেন বই বিপনন ‘বাতিঘর’ প্রকাশনীর কর্ণধার দীপঙ্কর দাশ। এ নিয়ে একটি আকর্ষণীয় স্ট্যাটাস দিয়েছেন বিশ্বসাহিত্যকেন্দ্রের অন্যতম ব্যক্তিত্ব বুলবুল হাসান। তিনি বলেন,
চন্দ্রিল ভট্টাচার্য বাংলা ভাষা ও সংস্কৃতি ভাবনার গুরুত্বপূর্ণ চিন্তক। জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু’র জন্য অসামান্য সব গান লিখেছেন তিনি। ভারী সুন্দর তাঁর লেখার হাত। চলচ্চিত্র ও আর্টস নিয়ে রয়েছে বিস্তর পড়াশুনা। তাঁকে আমার ভালো লাগে এইজন্য যে, তিনি দিনশেষে একজন বিতার্কিক। বিতার্কিককে কখনোই এপার বাংলা ওপার বাংলা দিয়ে দ্বিখন্ডিত করা যায় না। আমি মনে করি, বিতার্কিকের কোন দেশ থাকে না। হয়তো থাকে কিন্তু ভূগোলের সীমাকে অতিক্রম করে সে বিশ্বজনীন হয়ে উঠতে পারে। চন্দ্রিল কিংবা আমি এবং আমরা হয়তো সারাজীবন সেই চেষ্টাটাই করে গেছি।

বিশ্ব সাহিত্য কেন্দ্র ইউকে’র সাহিত্য উৎসবে যোগ দিতে চন্দ্রিল ভট্টাচার্য এখন লন্ডনে। আগামীকাল পূর্ব লন্ডনের রিচমিক্স সেন্টারে তিনি কথা বলবেন আমার সঙ্গে। আমাদের সঙ্গে।