ঢাকা, ১৭ মার্চ : শত বাধা ও প্রতিকূল পরিবেশেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগের একঝাঁক সাহসী নেতা-কর্মী।
হামলা, মামলা, গ্রেপ্তারের আতঙ্ক—কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই আদর্শিক সৈনিকদের সামনে। গত ৫ আগস্ট থেকে অবৈধ ইউনুস সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এই ছাত্রলীগ নেতা-কর্মীরা, যারা শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার কারণে নির্যাতনের শিকার। এতো প্রতিকূলতা সত্ত্বেও সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির প্রতি শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমে এসেছেন।
আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে অস্থায়ীভাবে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পোস্টার সাঁটিয়ে সেখানেই শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী এই স্থানে জড়ো হয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এই আয়োজনে তাদের দৃঢ়তা ও আদর্শের প্রতি অটুট নিষ্ঠা স্পষ্ট হয়ে ওঠে।
ছাত্রলীগের এক নেতা বলেন, “বঙ্গবন্ধু আমাদের প্রেরণার উৎস। যত বিপদই আসুক, তার জন্মদিনে আমরা শ্রদ্ধা জানাতে ব্যর্থ হব না।”
প্রতিকূল পরিস্থিতিতেও এই শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
জাতির পিতার ১০৫তম জন্মবার্ষিকীতে ছাত্রলীগের সাহসী শ্রদ্ধাঞ্জলি
Previous Articleযুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভা