দেশ নাটকের চিফ সেক্রেটারি, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবুকে গত রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাউজিং সোসাইটি থেকে ডিবি (গোয়েন্দা বিভাগ) পরিচয়ে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যে গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই গাড়ির সামনে-পিছনে কোনো নাম্বারপ্লেট ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ঘটনার পেছনে এহসানুল আজিজের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টকে দায়ী করছেন তার ঘনিষ্ঠজনেরা।
জানা গেছে, ঘটনার প্রায় ১২ ঘণ্টা আগে তিনি ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যের সমালোচনা করে লেখা ছিল, “মার্কিন গোয়েন্দা প্রধানকে ট্রেনিং দিবেন প্রেস সচিব শফিকুল আলম”।
এই পোস্টে শফিকুল আলমকে ব্যঙ্গ করা হয়েছিল বলে অনুমান করেন কেউ কেউ।
এ ঘটনায় নাট্যাঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন।
এহসানুল আজিজের পরিবার ও সহকর্মীরা তার নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তার খোঁজ দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এহসানুল আজিজকে গাজীপুরের ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে শেষ জানা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাবুকে মিরপুর মডেল থানায় আটক রাখা হয়েছে।
প্রসঙ্গত, এহসানুল আজিজ বাবু দেশ নাটকের একজন প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত। এর আগেও তিনি সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোচ্চার থাকার কারণে আলোচনায় এসেছেন।
এ ঘটনার তদন্ত ও তার অবস্থান জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে সবাই।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
প্রেস সচিবের সমালোচনার জেরে ডিবি পরিচয়ে নাট্যকর্মীকে আটক
Previous Articleবঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের মিছিল