হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন উপলক্ষে ঢাকায় মিছিল করেছেন স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে দলের শতাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
১৭ই মার্চ, সোমবার সকালে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে আয়কর বিভাগ কর অঞ্চল-৫ এর সামনে দিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় তারা “শুভ শুভ শুভদিন, বঙ্গবন্ধুর জন্মদিন”, “কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়”, “এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে”, “শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম”, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”সহ নানান স্লোগান দিতে থাকেন।
মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। তারা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।
এসময় আশপাশের লোকজন শঙ্কিত হয়ে পড়েন আওয়ামীবিরোধী গোষ্ঠীর হামলার ভয়ে। পথচারীরা নিরাপদ দূরত্বে অবস্থান নেন। তবে আওয়ামী লীগের মিছিল কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরাপদে রাস্তা পেরিয়ে যায়।
মিছিল শেষে নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের মিছিল
Previous Articleজাতির পিতার ১০৫তম জন্মবার্ষিকীতে ছাত্রলীগের সাহসী শ্রদ্ধাঞ্জলি