বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আজ এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনানসহ ১২৮ জনকে বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিদ্যাপীঠ। যেখানে বিশ্বমানের জ্ঞান, মুক্তচিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা হওয়ার কথা। সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পূর্ণভাবে বিদ্বেষপরায়ণ ও রাজনৈতিকভাবে মদদপুষ্ট হয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১২৮ নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আমি এই বহিষ্কারাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিবৃতিতে তিনি বলেন, কোনো ধরনের কোনো তদন্ত ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার পরিপন্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীর প্রতি যেখানে অভিভাবকসুলভ আচরণ করতে হয় সেখানে এই বহিষ্কারাদেশের মাধ্যমে জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কোনো কংক্রিট তথ্য-প্রমাণ ও কোনো অভিযোগ প্রমাণিত হওয়া ব্যতীত বিশ্ববিদ্যালয় প্রশাসন কসাইয়ের মতো এ সকল শিক্ষার্থীদের শিক্ষাজীবনের উপর ছুরি চালিয়েছে। আমরা মনে করি, এ রকম জল্লাদ প্রশাসনের হাতে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন নিরাপদ নয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবন মসৃণ করার লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অগণতান্ত্রিক স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। তারিখ: ২০ মার্চ ২০২৫