গত বছরের ৫ই আগস্টের পরবর্তী নির্যাতনে, নিপীড়নে, সহিংসতায় নিঃস্ব হয়েছেন আওয়ামী লীগের লাখো নেতাকর্মী। নিয়মিত বিদেশে বসে নিপীড়িত-অসহায় কর্মীদের খোঁজখবর নিচ্ছেন, তাদের সাহায্য-সহযোগীতা করছেন যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা মো. আলীম উদ্দিন।
তার উদ্যোগে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিলেটের গোলাপগঞ্জ – বিয়ানীবাজার এলাকার প্রায় ৫ শতাধিক নেতাকর্মীদের বাড়িতে ঈদ উপহার পৌছে দেয়া হলো।
গতকাল ২০শে মার্চ, বৃহস্পতিবার সকাল থেকে দুই উপজেলার নেতাকর্মীদের বাড়িতে এ উপহারের প্যাকেট পৌছে দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।
যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মো. আলীম উদ্দিন বলেন, দলের এমন দুঃসময়েও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের পরস্পরের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মুলত নেত্রীর নির্দেশে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
এর আগে গত ১০ই মার্চ বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের অসহায় পরিবারগুলোর জন্য নিত্যপ্রয়োজনী পণ্য উপহার পাঠিয়েছিলেন আলীম উদ্দিন। গতকাল আবারও তার পাঠানো ঈদের নতুন কাপড় উপহার হিসেবে পেয়েছেন পাঁচ শতাধিক পরিবার।
এই মহৎপ্রাণ যুবলীগ নেতা বলেন, বঙ্গবন্ধুর কন্যা ৭৫-পরবর্তী দুঃসময়ে যেভাবে দলের নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন, নেতৃত্ব আর পরামর্শ দিয়েছেন, ঠিক সেভাবে ২০২৪-এর আগস্ট থেকে নিয়মিত দলের নিপীড়িত নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন নেত্রী। তাদের সাথে ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন। তাঁর নির্দেশে আওয়ামী লীগের নেতারা দলীয় কর্মীদের কাছে নেত্রীর ভালোবাসা পৌঁছে দিচ্ছেন।
উল্লেখ্য, ৫ই আগস্ট পরবর্তী সহিংসতা-নৃশংসতার শিকার হয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠনের লাখো নেতাকর্মী। প্রাণ হারিয়েছেন যেমন কয়েক হাজার, তেমনি চিরতরে পঙ্গুত্ববরণ করেছেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন হাজার হাজার নেতাকর্মী। বাস্তুহারা হয়ে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে চিরতরে পথে বসেছেন, তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরাও মানবেতর দিনযাপন করছেন। সহায়-সম্বল হারিয়ে দিশেহারা নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নেতারা যে যেভাবে পারছেন অসহায় কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন। কেউ বিনামূল্যে আইনি সেবা দিয়ে, কেউ আর্থিকভাবে, কেউ বাজার-সদাই করে দিয়ে, অর্থাৎ যার যা সামর্থ, তা নিয়ে নেতাকর্মী-সহযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে সাহস যোগাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, দেশে-বিদেশে থাকা আওয়ামী লীগের অনেক নেতাই অসহায়-নিপীড়িত কর্মীদের বাড়িতে শেখ হাসিনার নির্দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাঠাচ্ছেন। যা এই দুঃসময়ে কর্মীদের মনে কিছুটা হলেও আশার সঞ্চার করছে। অন্তত এই বার্তাটুকু দিচ্ছে- হাল ছেড়ো না বন্ধু, জয় বাংলা বলে আগে বাড়ো।