আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি প্রত্যাখ্যান করে রাজধানীতে প্রকাশ্যে মিছিল করেছে দলটির শতাধিক নেতাকর্মী।
২১শে মার্চ, শুক্রবার ইফতারের পর ধানমন্ডিতে এই মিছিলটিতে ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করার পর তাদেরকে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
আটকদেরকে পেটানো হয়েছে এবং তাদেরকে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আটক তিনজন হলেন- যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবণী। এছাড়া আটক সিরাজুল ও রাজু নামের দুইজনের দলীয় পদবি তাৎক্ষণিক জানা যায়নি।
মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। মিছিলের সামনে থাকা একজন চিৎকার দিয়ে বলছিলেন, “আপনারা সবাই নেমে আসুন”।
শুক্রবার ইফতারের পর পরই ধানমন্ডি ২৭ নম্বর রাস্তায় আওয়ামী লীগের ১৫-২০ জনের একটি মিছিল বের হয়।
পুলিশ জানায়, মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা ৩ জনকে আটক করে।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শামিম রেজা ঘটনা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, আওয়ামী লীগের একটা মিছিল ধানমন্ডি ২৭ নম্বর রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিএনপির লোকজন ধাওয়া দিয়ে তিন জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তবে আওয়ামী লীগ কর্মীদের কোন এখতিয়ারে বিএনপির লোকজন আটক করল, তাদের সেই ম্যান্ডেট দিয়েছে কে, সরকারের এতে ইন্ধন ছিল কি না- এমন প্রশ্ন এড়িয়ে গেছেন পুলিশ কর্মকর্তারা।