মৌলবাদীদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, জামায়াত ইসলামীসহ অন্যান্য দল বা আমাদের সঙ্গে কোনো মৌলবাদী থাকলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে না।
আজ রবিবার (২৩ মার্চ) চাটখিল পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার খোকন বলেন, বাংলাদেশের একমাত্র দল বিএনপি যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল নির্বাচন চায় না উল্লেখ করে তিনি বলেন, আপনারা নির্বাচন চান না তো, চানটা কি? আপনারা আসলে চান প্রফেসর ইউনূস সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকুক, আর আপনারা আন্দোলনকারী পরিচয়ে লুটপাট করে যাবেন। এই সুযোগ বাংলাদেশের জনগণ দেবে না।