লনডন, ২৭ মার্চ: রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা শাহ মোদাব্বির আলী আর নেই। আজ ২৭ মার্চ সিলেট শহরে তাঁর নিজ বাসভবনে বাংলাদেশ সময় রাত ৮.১৫ঘটিকায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
আজীবন রাজনীতিক এডভোকেট শাহ মোদাব্বির আলী বৃহত্তর সিলেট জেলা আওয়ামী লীগের (১৯৭২-৭৫)৩ বারের সাধারণ সম্পাদক ছিলেন।সিলেট মহকুমা আওয়ামীলীগেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৫ বাকশাল গঠিত হলে তিনি সিলেট জেলা বাকশালের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সিলেট জেলা বারের একজন সনামধন্য আইনজীবী। শাহ মোদাব্বির আলী মানিক মিয়া নামে তাঁর পরিচিতি ছিল সর্বাধিক।
৬০ দশকের ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ এলএল বি পাশ করেন।একই সময়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় আয়ূববিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও পরবতীতে আওয়ামীলীগ রাজনীতিতে যোগদান করেন। জাতীয় দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা পেশা দিয়ে তাঁর কর্মজীবন শুরু। পরে আইনপেশায় তিনি নিযুক্ত হন।
শাহ মোদব্বির আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি রণাঙ্গনের যোদ্ধাছাড়াও মুক্তাঞ্চল থেকে প্রকাশিত ‘জয় বাংলা’ পত্রিকায় সাংবাদিক হিসাবে কাজ করেন। এছাড়া ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর দেশ শত্রমু্ক্ত হলে বিশ্বনাথ উপজেলার প্রথম প্রশাসক নিযুক্ত হন তিনি।
শাহ মোদাব্বির আলী খ্যাতিমান আইনজীবী, রাজনৈতিক ছাড়াও তিনি সমাজসেবী ও পরোপকারী হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন।
উল্লেখ্য, শাহ মোদাব্বির আলীর গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার বিখ্যাত ধর্মদা গ্রামের ‘পীরবাড়ি’। তাঁর পূর্ব পুরুষ হজরত শাহজালাল র:এর অন্যতম সঙ্গী ৩৬০ আউলিয়ার মধ্যে একজন সৈয়দ আদম খাকি র:। যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা শাহ ফারুক আহমেদ, সিলেটজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহ ফরিদ আহমেদ ও শাহ রুকন আহমেদ এর আপন ভাই। যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদের চাচাতো ভাই তিনি। বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের চাচা তিনি। এছাড়া শাহ মোদাব্বির আলী যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি শাহ আজিজুর রহমানের মামা। তিনি সন্তানাদিসহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
শোক প্রকাশ
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী কৃতী রাজনীতিক শাহ মোদাব্বির আলীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর পরিবারের প্রতি শোকবানীতে বলেন, এই কৃতী পুরুষ ছিলেন আমাদের রাজনৈতিক জীবনের অভিভাবক। তাকে হারিয়ে আমরা অভিভাবকশূন্য। পরিবারের প্রতি শোক জানিয়ে বলেন, তাঁর বিদেহী আত্মার মঙ্গল কামনা করি। প্রার্থনা করি, তাকে যেন মহান আল্লাহ বেহেশতের উচ্চতম স্থানে অধিষ্ঠিত করেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি ও মাননীয় প্রতিমন্ত্রী (সাবেক) শফিকুর রহমান চৌধুরী’র পক্ষ থেকে শোকবার্তা:
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।আমরা অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে এডভোকেট শাহ মোদাব্বির আলী মানিক আর আমাদের মধ্যে নেই। পবিত্র রমজানের শবেকদর এর রাতে তিনি সিলেটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বাঙালির সায়ত্তশাসন ও স্বাধীকার আন্দোলনে বৃহত্তর সিলেট অঞ্চলে যে সকল নেতৃবৃন্দ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এডভোকেট শাহ মোদাব্বির আলী মানিক ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করে স্বাধীনতা পরবর্তীতে তৎকালীন বৃহত্তর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন মুক্তিযুদ্ধের এই কৃতী সংগঠক।
সিলেটের কিংবদন্তীতুল্য রাজনীতিবিদ, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও সহচর জননেতা দেওয়ান ফরিদ গাজীর স্নেহধন্য এডভোকেট শাহ মোদাব্বির আলী মানিক আমৃত্যু বঙ্গবন্ধুর রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। সিলেট বারের প্রথিতযশা আইনজীবী এবং স্বনামধন্য রাজনীতিবিদ হিসাবে বৃহত্তর সিলেটের মানুষ তাঁকে বহুকাল মনে রাখবে। সিলেট জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল
রাজনীতিক শাহ মোদাব্বির আলীর প্রয়াণে সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল শোক প্রকাশ করে এক বার্তায় বলেন, শাহ মোদাব্বির আলী একজন প্রজ্ঞাবান রাজনীতিক ছিলেন। তাঁর মেধা ও প্রজ্ঞা ছিল আমাদের রাজনীতির প্রেরণা। তাঁর পরিবার এ শোক বহন করার ক্ষমতা আল্লাহ যেন দান করেন। বিদেহী আত্মার শান্তি কামনা করি।
এছাড়া যুক্তরাজ্য ও বাংলাদেশের অনেক ব্যক্তিত্ব ও গুণগ্রাহীরা শোক প্রকাশ করেছেন। এর মধ্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান শরীফ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক শোক প্রকাশ করেছেন। তারা প্রয়াতের রূহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান।