[কিংবদন্তী শিক্ষাব্রতী ভারতীয় শিক্ষক অমৃতা দের একটি শিক্ষণীয় পোস্ট। আমাদের অনেক শেখার আছে এই পোস্ট থেকে। পাঠকের জন্য মুদ্রণ করা হলো।]
“তুই বড় হয়ে কি হবি?”— আমি জিজ্ঞেস করলাম।
তারক মাথা নিচু করে বলল, “নাপিত হবো, ম্যাম।”
“কেন?”
“আমার কাকা শহরে নাপিতের কাজ করে দিনে ৮০০ টাকা রোজগার করে। কিন্তু এখানে দিনমজুরির মজুরি মাত্র ৪০০ টাকা। তাই নাপিত হলে ভালো হবে।”
আমি একটু হেসে বললাম, “খুব ভালো, হাতের কাজ শেখা দারুণ জিনিস। কিন্তু যদি চুল কাটার কাজের সঙ্গে কম্পিউটারও শিখিস, তাহলে হেয়ার ডিজাইনার হতে পারিস। তুই জানিস, ভালো হেয়ার ডিজাইনাররা দিনে ৮,০০০ টাকাও রোজগার করে?”
তারক হতবাক হয়ে বলল, “মাসে?”
আমি বললাম, “না রে পাগল, দিনে!”
ও অবিশ্বাসের হাসি হাসল, “ধুর, অত হয় নাকি?”
আমি বললাম, “হয়, অবশ্যই হয়! কলকাতার বড় বড় হেয়ার ডিজাইনাররা আরও বেশি উপার্জন করেন। যদি তুই শুধু নাপিত না হয়ে একজন দক্ষ হেয়ার স্টাইলিস্ট হতে পারিস, তাহলে তোকে আর পেছনে তাকাতে হবে না!”
এটাই আমাদের বাস্তবতা।
গ্রামের ছেলেমেয়েরা বড় স্বপ্ন দেখতেই ভুলে গেছে। ওদের মনে হয়েছে, দৈনিক মজুরির চক্রের বাইরে কিছু নেই। অথচ একটা সুযোগ, একটা দিশা, একটা হাত ধরার অপেক্ষায় আছে ওরা!
এই কারণেই আমরা একটি বিশেষ উদ্যোগ নিয়েছি— সাত দিনের সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।
অনেকে প্রশ্ন করেন, সাত দিনে কি শেখানো সম্ভব?
উত্তর— হ্যাঁ, পুরোটা শেখানো সম্ভব নয়, কিন্তু আমরা দেখে নিতে পারব, কে কোন দিকে আগ্রহী, কাকে কী শেখালে তার ভবিষ্যৎ পাল্টে যেতে পারে!
আমরা শুধু কম্পিউটার শেখাচ্ছি না, আমরা ওদের স্বপ্ন দেখতে শেখাচ্ছি।