ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৫ঃ অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ-মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এরপর ভাটারা, রামপুরা এলাকার প্রধান সড়ক ঘুরে মিছিলটি শেষ হয়।
জানা যায়, বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনামের নেতৃত্বে।
এদিকে মিছিলের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে বলে শ্লোগান দিতে থাকেন।