আজ শুক্রবার ঢাকায় জুমার নামজের পর মিছিল করেছে আওয়ামীলীগ।‘আওয়ামীলীগ আসছে রাজপথ কাঁপছে’ শ্লোগানে তারা ঢাকায় মিছিল করেন। রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় আজ শুক্রবার মিছিল করে তারা।
মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল থেকে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেন।এছাড়াও তারা- ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দিতে থাকে। জানা যায়, এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন। এর আগে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ।

চট্টগ্রাম নগরীতে যুবলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রাম নগরীতে যুবলীগের ঝটিকা মিছিল,মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ব্যানার নিয়ে নগরের বহদ্দারহাট মোড় এলাকায় এই মিছিল করেন আট থেকে দশজন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে হওয়া ওই ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকিদেরও ধরতে অভিযান চলছে।
আটক পাঁচজন হলো- মো. দিদারুল আলম (৪৩), মো. আরিছ উদ্দিন ওরফে নুরু (২৯), মো. শাহেদ (২৮), মো. জুয়েল (২৬) ও সুমন প্রকাশ বান্ডিয়া (২৫)।
সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, মিছিলের ব্যানারে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কথা উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম নগর যুবলীগ “নেতা” মোহাম্মদ হানিফের নেতৃত্বে এই মিছিল বের করা হয়। মিছিলের সামনে পাঞ্জাবি পরা এক তরুণকে নেতৃত্ব দিতে দেখা যায়। তবে তিনি মোহাম্মদ হানিফ কি-না, নিশ্চিত হওয়া যায়নি।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ছিলেন বয়সে তরুণ। তারা মিছিলে “শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”, “রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই”- স্লোগান দেন।