গত ১৬ই এপ্রিল ইউকে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের উদ্যোগে পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাষ্ট্রবিরোধী ও স্বাধীনতা বিরোধী সুদখোর ড. ইউনুস ও তার সহযোগীরা শত শত পুলিশও সাধারণ মানুষ হত্যার মাধ্যমে মেটোকোলাসলি ডিজাইন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে। এরপর আইসিটি আদালতে ষড়যন্ত্রমূলকভাবে জননেত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা ও ভূয়া মামলা দায়ের করেছে।
মিথ্যা ও ভূয়া মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে অবৈধ সরকারের পদত্যাগ দাবী এবং দেশকে সন্ত্রাস ও জঙ্গীমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। রাষ্ট্র ক্ষমতায় বসে মানবতার বিরুদ্ধে একটার পর এটা অপকর্ম করবেন,আর জনগণ চোখ বুজে থাকবে, এ আশা থেকে বিরত থাকার হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, শেখ হাসিনার হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলতাফুর রহমান মোজাহিদ, ড. আনসার আহমদ উল্লাহ,মিফাতুল নুর,মাহিরুন্নেছা, শামীমা আক্তার শুরবী, সাহেদ রহমান, দিলদার আলী, তানভীর খান,শ্রাবন্তী,সৈয়দ ছরুক আলী,মাহমুদ আলী, জুবায়ের আহমদ,মামুন কবির চৌধুরী, সিরাজ মাষ্টার, আবু লেইছ,আব্দুস সালাম,সোয়েজ আহমদ প্রমুখ।