গতকাল রাজধানির ধানমণ্ডিতে আওয়ামীলীগের বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে ড.ইউনুসের পদত্যাগ দাবী ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ শ্লোগান দেন। রাজধানী ঢাকায় নিয়মিত মিছিল ও প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে এসব বিক্ষোভ মিছিল বের করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
১৮ই এপ্রিল, শুক্রবার রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিল থেকে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি করেন।
এছাড়া দেশের চট্টগ্রামের বদ্দারহাট,ময়মনসিংহ শহরে,গাজীপুর,ফেনী চৌরাস্তার মোড় এলাকায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনে বিক্ষোভ মিছিল করেছে।শেখ হাসিনার নির্বাচনী এলাকা কোটালিপাড়ায় লাগাতার বিক্ষোভ মিছিল করছে আওয়ামীলীগ। সাধারণ মানুষের অংশগ্রহণে সমাবেশে ড. ইউনুসের পদত্যাগ দাবী করে বক্তব্য রাখেন স্থানীয় নেতারা। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার অঙ্গীকার করে কর্মীরা শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান কোটালিপাড়া আওয়ামীলগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ান।
ধানমণ্ডি, বাড্ডা, উত্তরাসহ সকল বিক্ষোভ মিছিলের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দেন। ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন নেতাকর্মীরা।
এ মিছিলের অংশ নেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন। এর আগে গত ১৫ই এপ্রিল, মঙ্গলবার সকালে রাজধানীর বাড্ডা-ভাটারা-রামপুরা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।