গত ১৭ই এপ্রিল ছিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। পূর্বলন্ডনের হেসল স্ট্রিটে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগ্মসাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মারুফ আহমদ চৌধুরী, যুক্ত রাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, যুক্ত রাজ আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পাল, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, কোষাধ্যক্ষ মামুন কবির চৌধুরী প্রমুখ।
সভায় ড. ইউনুসের অবৈধ সরকারের পদত্যাগ দাবী করে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মানুষ ভীতির মধ্যে আছে। কে কাকে কোন সময় আক্রমণ করে, কার ওপর কে ঝাঁপিয়ে পড়ে,এই মবজাস্টিজ থেকে মানুষ মুক্তি চায়। এই জন্য মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য লড়াই অব্যাহত রাখতে হবে। ইউনুসের জঙ্গী তোষণ দেশে অরাজকতা সৃষ্টি করেছে। এ অবস্থার অবসানের জন্য ইউনুসের পদত্যাগ ছাড়া বিকল্প নেই। অবৈধ কোনো সরকারই মানুষের কল্যাণে কাজ করে না, একটি অপশক্তির তাবেদার ইউনুসকে না হটালে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলবে।