আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পাওয়া এখনো শতভাগ নিশ্চিত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
রবিবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঋণের কিস্তি ছাড়ের জন্য নির্ধারিত বেশ কয়েকটি শর্ত এখনো পূরণ হয়নি। ফলে এ মুহূর্তে ঋণ পাওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
“আইএমএফের শর্তগুলো পূরণে আমরা কিছু ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি,” বলেন আরিফ হোসেন খান। “সবগুলো বিষয় বাংলাদেশ ব্যাংকের অধীনে নয়, কিছু শর্ত রাষ্ট্রীয় নীতির সঙ্গেও সংশ্লিষ্ট।”
তিনি আরও জানান, এবারের সফরে আইএমএফের মূল জোর ছিল রাজস্ব আহরণ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করার উপর। তবে বাংলাদেশ ব্যাংক এখনই বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে চায় না। কেন্দ্রীয় ব্যাংকের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নতি হলে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মুখপাত্র খান আশা প্রকাশ করেন, জুন মাসের মধ্যে রিজার্ভ সংক্রান্ত লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। তবে অর্থনীতিবিদরা এই সম্ভাবনাকে খুব একটা সম্ভাবনাময় বলে মনে করছেন না।