আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। এই দল কখনোই প্রতিহিংসার পথে হাঁটেনি বরং বারবার #ষড়যন্ত্র, #হামলা ও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেও গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছে এবং রাষ্ট্র পরিচালনায় সবসময় জনগণের মঙ্গলকেই প্রাধান্য দিয়েছে।
আওয়ামী লীগের মূল নীতিমালায় রয়েছে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করা। দলটি কখনোই কাউকে রাজনৈতিক মতপার্থক্যের কারণে বাদ দেয় না, বরং যারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং সংবিধান মানে তাদের সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি সমন্বিত ও সহনশীল প্রশাসন গড়ে তোলে।
তবে এক্ষেত্রে একটি স্পষ্ট অবস্থান আওয়ামী লীগ গ্রহণ করে থাকে #জঙ্গিবাদ, #সন্ত্রাসবাদ ও যুদ্ধাপরাধের রাজনীতির সঙ্গে কোনো আপোস নয়। যারা #অস্ত্রের ভাষায় কথা বলে, ধর্মের নামে #উগ্রবাদ ছড়ায় এবং দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় কারণ, রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলা ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করাও আওয়ামী লীগের অন্যতম বৈশিষ্ট্য। প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা, গণতান্ত্রিক মত প্রকাশের সুযোগ এবং মতবিরোধ থাকলেও সহনশীল আচরণ আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির অংশ। এই কারণেই দলটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি ও সফল রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
আসুন, আমরা সকলে মিলে প্রতিহিংসার রাজনীতি পরিহার করি, #জঙ্গিবাদ ও #উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং একটি উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি যেখানে থাকবে না কোনো বিভেদ, থাকবে না কোনো ভয়।