।। জয় বাংলা রিপোর্ট ।।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ এখন আর চুপচাপ বসে নেই। দুর্বার গতিতে রাজপথে নেমে আসছে সংগঠনটি। প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, এমনকি রাজধানীর প্রতিটি থানায় যেন একধরনের প্রতিযোগিতা চলছে কে কত বড় মিছিল করতে পারে, কে কত জোরে আওয়াজ তুলতে পারে শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে।
আওয়ামী লীগের দাবি অনুযায়ী, এদিনের পর থেকে সারাদেশে প্রায় ৩০ হাজার নেতাকর্মীকে হয়রানি ও গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করেই রাজপথে আওয়ামী লীগের শক্তিমত্তা প্রদর্শনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
ঢাকার বিভিন্ন থানায় প্রতিদিনই দেখা যাচ্ছে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও শ্লোগানের ঝড়। মাইকে ভেসে আসছে শেখ হাসিনার উন্নয়নের বাণী, আবার হুঁশিয়ারি উচ্চারিত হচ্ছে সংবিধান লঙ্ঘনের চেষ্টা রুখে দেওয়ার। সংগঠনের কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত সব স্তরে যেন একটাই বার্তা “সংবিধান থাকবে, শেখ হাসিনা থাকবে, রাজপথে থেকেও তা নিশ্চিত করবো আমরা!”
আওয়ামী লীগের এমন সাংগঠনিক তৎপরতা প্রমাণ করে, শুধু কাগজে-কলমে নয়, বাস্তবেও দলটি এখন মাঠের শক্তি হিসেবে আবার জেগে উঠেছে। প্রতিটি উপজেলায় সভা, মিছিল ও সংগঠনের পুনর্গঠন চলছে দুর্বার গতিতে।
যারা ভাবছিলেন আওয়ামী লীগ সরকারে থেকে শুধু প্রশাসন নির্ভর দল হয়ে গেছে, তারা আজ নতুন করে চিন্তায় পড়েছেন এই দল আন্দোলনেও কতটা সক্রিয়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রতিদিনের রাজপথের চিত্র।