ঢাকা – অভিনেত্রী ও লেখক মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। মামলাটি দায়ের করেছেন নিশি ইসলাম নামের এক নারী, যাকে শাওনের পরিবার ও আইনজীবীরা “ভূইফোড়” এবং অভিযোগগুলোকে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ এ আদেশ দেন, আদালত-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
মামলায় শাওন ছাড়াও তাঁর বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী, ভাই মাহিন আফরোজ, বোন সেঁজুতি ও তাঁর স্বামী, শাওনের এক কাজিন, পুলিশের সাবেক দুই কর্মকর্তা, এবং একটি কেবল কোম্পানির কর্মকর্তাসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।
১২ মার্চ দায়ের করা মামলায় নিশি ইসলাম দাবি করেন, প্রকৌশলী মোহাম্মদ আলী তাঁর স্বামী এবং শাওনের পরিবার তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তিনি আদালতে একটি কাবিননামাও জমা দেন। তবে তা ভুয়া বলে দাবি করেছে শাওনের পরিবার ও তাদের আইনজীবীরা।
মামলার তদন্ত বা প্রমাণাদি সম্পর্কে আদালত এখনো বিস্তারিত কিছু জানায়নি।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধ ও মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শাওনকে টার্গেট করা হচ্ছে। তবে সরকারিভাবে এসব অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আসামিরা নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানানো হয়েছে। তবে এই ঘটনায় শাওনের কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানা গেছে।