বগুড়ার শাজাহানপুর উপজেলায় কৃষিপণ্য বেচাকেনার টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে যুবদল ও বিএনপির পাঁচ নেতা-কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদীপা গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তাদের ছেড়ে দিয়েছে।
মারধরের শিকার নেতাকর্মীদের হোতা যুবদল নেতার শাহাদৎ হোসেন (৪২)। তিনি আড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি এবং আড়িয়া বাজারের ইজারাদার। আড়িয়া বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মানিকদীপা গ্রামে কৃষিপণ্য কেনাবেচা করায় সেখানে গিয়ে টোল দাবি করলে মারধরের ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও বিএনপির কর্মী মুরাদ কোরাইশী, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম, বিএনপির কর্মী আনোয়ার হোসেন ও যুবদল নেতা শাহাদতের ছোট ভাই আল আমিন।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, মানিকদীপা গ্রামের কৃষকদের কাছ থেকে কেনা চার ট্রাক আলু ঢাকায় পাঠানোর খবর পেয়ে শাহাদৎ লোকজন নিয়ে সেখানে যান। হাটের সীমানার বাইরে হলেও এক বস্তা আলুর (৬৫ কেজি) জন্য তিনি ১৫ টাকা টোল দাবি করেন। আলুর দাম সস্তা হওয়ায় এমনিতেই কৃষকেরা ক্ষুব্ধ। তার ওপর টোল দাবি করায় উত্তেজিত হয়ে জনতা শাহাদৎ ও তাঁর সহযোগীদের ওপর চড়াও হন।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম প্রথম বলেন, শুক্রবার রাতে মানিকদীপা গ্রামে ইজারাদার শাহাদৎ হোসেন ও তার কয়েকজন সহযোগীকে আটকে রেখে স্থানীয় লোকজন মারধর করছেন এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মামলা না হওয়ায় কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।