বর্তমান সেনাপ্রধান বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে কিছু দিগনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যে যে তথ্য ও নির্দেশনা দিলেন তা অনেক গুরুত্বপূর্ণ। নির্দেশনাসমূহ-১৷ বিনা অপরাধে আর কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না ৷ ২৷যদি রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ঐ মামলা নেওয়া হবে না ৷ ৩৷ পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কারোও আজ্ঞাবহ হবে না ৷ তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। ৪৷ সবার রাজনৈতিক মিছিল-মিটিং করার সমান অধিকার থাকবে ৷ ৫৷ মব সহ্য করা হবে না ৷ কারো বাড়িঘর হামলা,ভাংচুর,লুটপাট বরদাস্ত করা হবে না ৷ ৬৷ ফ্রি -ফেয়ার ইলেকশনর জন্য যা করনীয় যতদূর যেতে হয় সেনা বাহিনী সে কাজ করবে এবং পুলিশ কারো নির্দেশনা অপেক্ষার না করে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেবে।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।