।। মনজুরুল হক।।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর একটা ফটোকার্ড দুদিন ধরে ঘুরছে। সেখানে তিনি বলেছেন-“আমরা প্রায় তিন দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর জন্য, যার মধ্যে ব্রিটেনও অন্তর্ভুক্ত, এই নোংরা কাজটি করে আসছি। এটি একটি ভুল ছিল এবং আমরা এর জন্য ভুগছি।“
▪️
ভারতের রণসাজ দেখে পাকিস্তান সরকারের অনেক মন্ত্রী এবং সেনানায়কদের মত এই মন্ত্রীরও অনেকটা ‘প্যানিক অ্যাটাক’-এর মত হয়েছে। স্কাই টিভি অ্যাঙ্কর ইয়ালদা হাকিম যতবার তাকে প্রশ্ন করেছেন-‘ভারত অভিযোগ করছে প্যাহেলগাম আক্রমণে পাকিস্তানের হাত ছিল কীনা? লস্কর-ই-তায়েবাকে পাক আর্মি এবং আর্মি ইন্টেলিজেন্স আইএসআই সহায়তা করেছে কীনা? ততবারই খাজা আসিফ পিছলে গিয়ে ‘মার কাছে মামাবাড়ির গল্প’ বলার মত করে বলার চেষ্টা করেছেন-“১৯৮০ সাল থেকেই সোভিয়েত সেনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমাদেরকে তা লি বা ন পুষতে হয়েছে, বিভিন্ন গোষ্ঠীকে আশ্রয় দিতে হয়েছে। আর তার সবই করতে হয়েছে পশ্চিমা দেশগুলোর জন্য, যার মধ্যে ব্রিটেনও অন্তর্ভুক্ত….।“
▪️
খাজা আসিফ হয়ত জানতেনই না স্কাই টিভির এই অ্যাঙ্কর- ইয়ালদা হাকিম জন্মসূত্রে আফগান নাগরিক! তাই একের পর এক তার প্রশ্নবাণে খাজা সাহেব গলদঘর্ম হচ্ছিলেন (৬ মিনিটের পর থেকে দেখুন কীভাবে ঘাড়-গলার ঘাম মুছছেন)!
▪️
শেষে বললেন-‘ভারত যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে আর কী? আমাদেরকেও সর্বশক্তি দিয়ে লড়তে হবে।“ এর আগে তিনি বলে দিলেন-“ল স্ক র-ই-তা য়েবা” বলে কিছু নেই! ঘুরে ফিরে সেই একই প্যাঁচাল-‘আমরা তিন দশক ধরে সন্ত্রাসবাদ মোকাবেলা করছি। বিশ্বের আর কোনো দেশ যা করেনি।‘
▪️
এই খাজা আসিফ এতটাই মিথ্যুক যে একবারও স্বীকার করলেন না-মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের প্রতি বন্ধুত্ব বা ভক্তিতে গদগদ হয়ে তারা একাজ করেননি, করেছেন বিপুল পরিমান টাকা খেয়ে। সোভিয়েত ইউনিয়নের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য আফগান মু জা হিদ, তা লি বান, ল স্ক র-ই তা য়েবা এবং অন্য আরও সন্ত্রাসী সংগঠনকে জায়গা দিয়ে, ট্রেনিং দিয়ে, লজিস্টিক সাপোর্ট দিয়েছিলেন বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিময়ে। যে টাকায় পাকিস্তানের জেনারেলদের অধিকাংশের আলিশান বাড়ি-গাড়ি হয়েছে যুক্তরাষ্ট্র-কানাডা-যুক্তরাজ্যে।
▪️
ভারতের ওয়ার প্রিপারেশন দেখে ডরপুক হয়ে এখন প্রলাপ বকছেন। শেষ যে ট্রাম্পকার্ড কয়েক দশক ধরে খেলে আসছেন, এবারও সেই ট্রাম্পকার্ড বের করে বিশ্বকে বলতে চাচ্ছেন- ‘তোমরা শিগগিরই ভারতকে থামাও, তা না হলে আমরা নিউক্লিয়ার বোমা ফাটিয়ে দেব। দুটো নিউক্লিয়ার শক্তিধর দেশের যুদ্ধ শুরু হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে কিন্তু’!
▪️
আইরণি হলো খাজা আসিফ হয়ত এতক্ষণে জেনে গেছেন যে ‘পি-৫’ বা নিরাপত্তা কাউন্সিলের পাঁচটি দেশই ভারতের যুদ্ধপ্রস্তুতিকে সমর্থন দিয়েছে এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানকে সরে যেতে বলেছে। ২৮ এপ্রিল ২০২৫