লন্ডন, ৩০ এপ্রিল: ড. শাবনা বেগমের রচিত গ্রন্থ ‘From Sylhet to Spitalfields.’ এখন ব্রিটেনে বেস্ট সেলার বইয়ের তালিকার মধ্যে একটি। এবং কাস্টমার রিভিউ রেটিং ৫ এর মধ্যে ৫। এ অভাবনীয় সাফল্য লেখক শাবনার মননশীল গবষণা, ভাষাশৈলী ও নির্মাণ কৌশলের কৃতিত্বের পরিচয় বহন করে।সূত্র গোগাল।

ড. শাবনা বেগম ব্রিটিশ বাঙালি লেখক। তাঁর লেখা গ্রন্থ From Sylhet to Spitalfields. লন্ডনের বিখ্যাত Lawrence and Wishart পাবলিশার্স থেকে প্রকাশ হয়েছে গত ১০ মার্চ ২০২৩ সালে।
গ্রন্থের প্রতিপাদ্য বিষয় অভিবাসী বাঙালির জীবনযুদ্ধ। বইটিতে সত্তর দশকের বাঙালি স্কোয়াটারদের আন্দোলনের লুকানো ইতিহাস অন্বেষণ করা হয়েছে। কাউন্সিল হাউজিংয়ে প্রাতিষ্ঠানিক বৈষম্য এবং ন্যাশনাল ফ্রন্টের অস্তিত্বগত হুমকির মুখোমুখি হয়ে, ১৯৭০-এর দশকের পূর্ব লন্ডনে শত শত বাঙালি পরিবার স্কোয়াটার হওয়ার সিদ্ধান্ত নেয়, পুরো রাস্তা এবং এস্টেট দখল করে নেয়।
রেস টুডে কালেক্টিভের সহায়তায়, স্কোয়াটাররা বাঙালি হাউজিং অ্যাকশন গ্রুপ (BHAG) গঠন করে, যা সম্প্রদায়কে নিরাপদ রাখার জন্য সহায়তা এবং নজরদারি গোষ্ঠী সংগঠিত করে। মৌখিক ইতিহাস সাক্ষাৎকার এবং সংরক্ষণাগার গবেষণা ব্যবহার করে, এই বইটিতে পূর্ব প্রান্তের ইতিহাসের এই স্বল্প-পরিচিত পর্বে বাঙালি সম্প্রদায়ের অবদান এবং এটি কীভাবে বর্তমান সময়ের আবাসন সংগ্রামকে প্রভাবিত করতে পারে তা দেখানো হয়েছে।
ভিনদেশে বাঙালির জীবন সংগ্রাম কেন্দ্রিক গবেষণাটি শাবনা বেগম সম্পন্ন করেন কুইনমেরী ইউনির্ভাসিটি থেকে। এই গবেষণা অভিসন্দর্ভ ‘From Sylhet to Spitalfields.’ গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার পরপরই পাঠক প্রিয়তা লাভ করে।
উল্লেখ্য,একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিলাতে অন্যতম সংগঠক মো. আবদুল মছবিরের কন্যা শাবনা বেগম। এছাড়া কবি হামিদ মোহাম্মদ-এর ভাতিজি।সাত ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়। শাবনা বেগম বর্তমানে একটি চ্যারিটি সংস্থার লন্ডন অফিসের প্রধান।এর আগে দীর্ঘ ২০ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন তিনি।