বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছে যে, অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ও মুক্তিযুদ্ধের চেতানাধারী মানুষদের মিথ্যা হয়রানিমূলক মামলায় গ্রেফতার করে চলেছে। অত্যাচার-নির্যাতন করতে এমন কোনো পন্থা নেই, যা তারা অনুসরণ করছে না। এরই ধারাবাহিকতায় ফ্যাসিবাদী অবৈধ সরকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে অন্যায়ভাবে গ্রেফতার করে। গ্রেফতারের সময় সেলিনা হায়াৎ আইভী পুলিশের জানতে চেয়েছিলেন যে, কী তাঁর অপরাধ? সেখানে উপস্থিত জুলুমবাজ সরকারের আজ্ঞাবহ পুলিশের সদস্যরা সেটার কোনো সদুত্তর দিতে পারেনি। গ্রেফতারের সময় সেলিনা হায়াৎ আইভী সংবাদমাধ্যমের সামনে দৃঢ়ভাবে বলেন, ‘আমি জানি না আমার অপরাধ কী? কিন্তু আমার যদি অপরাধ হয়ে থাকে, জয় বাংলা,জয় বঙ্গবন্ধু বলায়,তাহলে সে অপরাধে আমি অপরাধী’। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে গণমানুষের জন্য কাজ করে যাওয়া একজন রাজনৈতিক কর্মী। বঙ্গবন্ধুর আদর্শের উপর দাঁড়িয়ে পরিচালিত রাজনীতির নির্ভীক ও তেজদীপ্ত ব্যক্তিত্ব। যাঁর গ্রেফতার ঠেকাতে দলমত নির্বিশেষে এলাকার সকল মত-পথের মানুষ জড়ো হয়েছিল। গণতান্ত্রিক রাজনীতি অবরুদ্ধতার এই সময়েও তিনি আদর্শিক ও গণমুখী রাজনীতির জজবা দেখিয়ে দিলেন। পুলিশবাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি স্পষ্টভাবে বললেন, ‘আমাকে গ্রেফতার করতে হলে দিনের বেলায় আসতে হবে’। নারায়ণগঞ্জের সাধারণ মানুষ সারা রাত তাঁর বাড়ির সামনে পাহারা দিয়ে তাঁর প্রতি যে সমর্থন জ্ঞাপন করেছে, তা অভূতপূর্ব। ফলে পুলিশ বাহিনীর সদস্যরা সারা রাত অপেক্ষা করে তাঁক সকালে গ্রেফতার করতে বাধ্য হয়।
সেলিনা হায়াৎ আইভীর মতো অন্যান্য রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নির্বিচারে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। বিনা বিচারে তাঁদেরকে আটক রাখা হচ্ছে এবং সুপরিকল্পিতভাবে তাঁদের চরিত্র হননের অ্যাজেন্ডা হাতে নিয়েছে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক এই সরকার। যা থেকে সুস্পষ্টভাবেই বোঝা যায়, এই অবৈধ দখলদার গোষ্ঠী বিভিন্ন অপকৌশলে বিরাজনীতিকরণ ও নির্বাচন না দেওয়ার ফন্দি আটছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বরাবরের ন্যায় ফ্যাসিস্ট ইউনূস সরকারের গৃহীত এ সকল অপকৌশলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গণতন্ত্রকামী দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। একইসাথে বেআইনিভভাবে আটককৃত সকল রাজবন্দী ও রাজনৈতিক নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।তারিখ: ১০ মে ২০২৫