বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এক অশনি সংকেত বয়ে আনছে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। সিআইডি ও তথাকথিত এনসিপির নেতৃত্বে গ্রামীণ পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে তৈরি করা হচ্ছে কালো তালিকা। প্রতিটি নেতার নামে অন্তত পাঁচটি মিথ্যা #মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্দেশ্য একটাই তাদের রাজনীতি থেকে সরিয়ে দিয়ে ভয়ভীতির মাধ্যমে নতুন দলে বাধ্যতামূলক যোগদান নিশ্চিত করা।
এই প্রক্রিয়ায় একটি “কম্প্রোমাইজ অপশন” রাখা হয়েছে, যেখানে নেতা-কর্মীদের আওয়ামী লীগ ত্যাগ করতে হবে, নির্দিষ্ট অংকের টাকা দিতে হবে এবং কিংস পার্টি বা এনসিপিতে যোগ দিতে হবে। #চাঁদাবাজির এই অর্থের একটি অংশ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা আত্মসাৎ করবে, বাকিটা জমা হবে নতুন দলের ফান্ডে। এভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনীতি থেকে একদলীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার নীলনকশা বাস্তবায়িত হচ্ছে।
তৃণমূল আওয়ামী লীগ নেতারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের ভিত্তি। তাদের ওপর এভাবে আঘাত মানে দেশের স্বাধীন রাজনীতিকে ধ্বংস করে দেওয়া। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে। এখনই সময় প্রতিরোধ গড়ার। নাগরিক সমাজ, সাংবাদিক, এবং দেশের সব সচেতন মহলকে এ ষড়যন্ত্রের বিরুদ্ধে একসাথে সোচ্চার হতে হবে। না হলে খুব শিগগিরই আমরা স্বাধীনতা ও গণতন্ত্র হারানোর দ্বারপ্রান্তে পৌঁছে যাবো।