প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন
।। জয় বাংলা রিপোর্ট।।
মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৭ই মে র্পূব লন্ডনরে হ্যাসলস স্ট্রিটের একটি কমিউনিটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী,আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি মো. হরমুজ আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর পরচিালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখনে যুক্তরাজ্য আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দনি রযি়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান খান,লন্ডন আওয়ামী লীগের সহ-সভাপতি ময়নুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেদ আহমদ সাদ, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরচিালনা করেন মৌলানা হাফিজ জিলু খান।
সভায় বক্তারা উল্লেখ করেন মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ১৭ ই মে ১৯৮১ সালে স্বদেশ ফিরে না এলে বাংলাদশের ক্ষমতায় আওয়ামী লীগ কখন যেতে পারতো না। নেত্রী বাংলাদেশে আসার কারণে র্দীঘদিন আন্দোলন করে আওয়ামী ক্ষমতায় এসেছিল। এবং শেখ হাসিনার নেতৃত্বে আবারো আওয়ামী লীগ ঘুরে দাঁড়াব। এবং শেখ হাসিনা আবার ও প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন।তখন কোটি মানুষ ডাকে স্বাগত জানাবে।