।।জয় বাংলা রিপোর্ট।।
ঢাকায় আজ আওয়ামীলীগ, শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ, যু্বলীগ, ছাত্রলীগ দফায় দফায় মিছিল করেছে। মিছিল নিয়ে তারা বিভ্ন্নি এলাকা থেকে প্রধান অফিস বঙ্গবন্ধু এভিনিউয়ের দিকে যেতে দেখা যায়। সকালেই বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামীলীগের প্রধান অফিস স্বেচ্ছাসেবকলীগ মিছিল করে গিয়ে এনসিপির দখল থেকে মুক্ত করে। এনসিপির সাইনবোর্ড তারা ছূঁড়ে ফেলে আওয়ামীলীগের সাইনবোর্ড পুনরায় লাগিয়ে দেয়। দখলের পর অফিসের সামনে তারা মিছিল করে।

উল্লেখ্য, গত সপ্তাহে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর এটাই বড় ধরণের শোডাউন। আওয়ামীলীগসহ অংগসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদে ফেটে পড়ে। তারা অবৈধ ইউনুস সরকারের পদত্যাগ দাবী,করিডর বাতিল, বন্দর বিক্রি বন্ধসহ ‘ইউনৃস হটাও, দেশ বাঁচাও’ ‘শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ হাসবে’ ও জয় বাংলা শ্লোগান দেন।

মিছিলকারিরা দেশকে বিদেশীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত ও সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিলের সময় পথ সভাও নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এছাড়া গ্রেফতারকৃত নেতা কর্মীদের নি:শর্ত মুক্তিদান,অবৈধ আইসিটি বিচার বন্ধ করতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।