ড. ইউনুসকে অবাঞ্ছিত ঘোষনা করে প্রতিহত করার ঘোষনা দিয়ে লন্ডনে আওয়ামীলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২রা জুন ২০২৫ই, পুর্ব লন্ডনের ইমপ্রেসন ইভেন্টে, যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এই কমীসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, সারব আলি,যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান, যুবনেতা জামাল আহমদ খানসহ আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ। কর্মী সভায় বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্হিত ছিলেন।

নেতৃবৃন্দ বক্তৃতায় অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের যুক্তরাজ্য আগমণ প্রতিহত করার দাবী জানান। তারা বলেন, যুক্তরাজ্যের সচেতন প্রবাসী ড. ইউনুসকে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশকে ধ্বংসের জন্য দায়ী ইউনুস যুক্তরাজ্যের মাটিতে অবাঞ্চিত।মুক্তিযুদ্ধের প্রবাসীদের অবদান কলংকিত করতে দেওয়া হবে না। ষড়যন্ত্রকারি ইউনুস জঙ্গীবাদ ও লুটপাটতন্ত্র কায়েম করে দেশকে ধ্বংস করছে। সংখ্যালঘু নির্যাতন, আওয়ামীলীগ নেতাকার্মীদের বাড়িঘরে আক্রমণ, গ্রেফতার ও হত্যার জন্য দায়ী ইউনুসকে যুক্তরাজ্যে প্রতিহত করা সময়ের দাবী। বঙ্গবন্ধু ভবন,সুধাসদনসহ ঐতিহাসিক স্থাপনা ও ভাস্কর্য ভাঙচুরের অপরাধে তাকে শাস্তি একদিন পেতেই হবে।লন্ডন থেকে তাকে প্রবাসীরা তার প্রত্যাখ্যানের সূচনা করলো।
উল্লেখ্য, জানা গেছে,আগামী সপ্তাহে ৯ জুন রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণ ও সফরকে ড. ইউনুস নিজের সফর হিসাবে চালিয়ে দিয়ে লন্ডনে আসছেন।