অত্যাধুনিক চক্ষু হাসপাতাল এখন জুলাইয়ে তথাকথিত আহতদের আবাসিক হোটেলে পরিণত হয়েছে। গত ২৮ মে নিছক ‘ভুল বোঝাবুঝি’ থেকে হাসপাতালটির চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের পিটিয়ে তাড়িয়ে দেন জুলাই আন্দোলনের আহতরা। জুলাই আহতরা জানান, ‘নানান কারণে আমাদের ঢাকায় আসতে হয়। ঢাকায় এসে থাকবো কোথায়? এজন্য আমাদের পক্ষে হাসপাতাল ছাড়া সম্ভব নয়।’ এ যেন মগের মুল্লুক।
সাবস্ক্রাইব
সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।