প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের মধ্যে টানা দ্বিতীয় দিনের মত লন্ডনে বিক্ষোভ দেখিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশ এদিন লন্ডনে চ্যাথাম হাউজের সামনে বিক্ষোভ দেখান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস তখন চ্যাথাম হাউজের বিশেষ সংলাপে বক্তব্য দিচ্ছিলেন।
এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের আরেকটি অংশ এদিন ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, চ্যাথাম হাউজের সামনে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। ইউনূসের বিরুদ্ধে ‘অবৈধভাবে ক্ষমতা দখলের’ অভিযোগ করেন তারা।
সকাল ৯টা থেকে ১১টা চ্যাথাম হাউজের সামনে এই বিক্ষোভ চলে। আর ব্রিটিশ পার্লামেন্টের সামনে ‘ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরা ফোরাম ইউকের’ ব্যানারে বিক্ষোভ হয় বেলা ১১টা থেকে।
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আব্দুর রহমান, প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি হাবিবুর রহমান হাবিব, আবু জাহির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে এই বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। কয়েক হাজার নেতাকর্মী এই বিক্ষোভে ড. ইউনুসের পদত্যাগ দাবী করে নানা শ্লোগান দেন। তারা ইউনুসের সকল সম্পদ বাজেয়াপ্ত করারও দাবী উত্থাপন করেন।
চার দিনের সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান ইউনূস। সেখান থেকে তিনি পার্ক লেইনের হোটেল ডরচেস্টারে যান; এই সফরে তিনি সেখানেই থাকছেন।