-মেধার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইউনূসের প্রশাসন! বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী।
প্রফেসর ড. শামসুল আলম — যিনি একাধারে বিশ্বখ্যাত অর্থনীতিবিদ, গবেষক, শিক্ষক, ও রাষ্ট্রনায়ক, তাকেই তুলে নিয়ে গেল ইউনূসের পুলিশের নিপীড়ন বাহিনী!
এমন একজন জ্ঞানী, সৎ, নিবেদিতপ্রাণ গ্রেপ্তার করা হয়েছে শুধু তিনি আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী ছিলেন বলে!
যে পরিচয় যাকে গ্রেপ্তার করলো তারা:
✅ ৩৫ বছর অধ্যাপনা (১৯৭৪–২০০৯) — বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
✅ ১২টি অর্থনীতির গ্রন্থ রচনা — পাঠ্যপুস্তক ও গবেষণা
✅ ১৮টি সম্পাদিত বই, ৪৮টি গবেষণা প্রতিবেদন
✅ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে বাংলাদেশি কনসালটেন্ট (৪ বছর ৩ মাস)
✅ একুশে পদকপ্রাপ্ত (অর্থনীতিতে অবদান)
✅ ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার
✅ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে সফলভাবে ২০৪১ ভিশনের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী
এটাই কি ইউনূসের তথাকথিত “গণতন্ত্র”?
এটাই কি ‘সুশাসন’?
না—এটাই সরাসরি রাষ্ট্রীয় প্রতিশোধ ও জ্ঞানের বিরুদ্ধে যুদ্ধ!
বাংলাদেশ মেধাহীন ‘ইউনূসীয় শাসনব্যবস্থা’ মেনে নেবে না!
এই দেশ গবেষক, শিক্ষক, দেশপ্রেমিকদের — কোনো দখলদার মহাজনের নয়!
শামসুল আলম মুক্তি পাক — ইউনূস প্রশাসন হোক ইতিহাসের ঘৃণিত অধ্যায়!